নুর মোহাম্মদ সিকদার •
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৬ ক্যান বিদেশী বিয়ারসহ আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ( ০৯ জুন) রাত আনুমানিক পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উত্তর ঘুমধুমের বড়ুয়া পাড়ার অনিল বড়ুয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশীকরে সন্দেহজনক একটি ব্যাটারি চালিত টমটমকে থামার জন্য সিগন্যাল দিলে টমটম করে পাচারের সময় ৯৬ বিদেশী ক্যান বিয়ারসহ টমটম চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকব্যক্তি ঘুমধুম বড়বিল এলাকার ইছা আহাম্মদের পুত্র টমটম চালক আবুল হোসেন (৪১)।
ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর) সোহাগ রানা এ প্রতিবেদককে বলেন, পুলিশের তল্লাসীর সময় এক টমটম চালক গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে উক্ত টমটম গাড়ি তল্লাসী করে ৯৬ ক্যান বিদেশী বিয়ারসহ গ্রেফতার করে পুলিশ।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-