আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে শান্তিপূর্ণ ভাবে ফেরত যাওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১০টায় উখিয়া উপজেলার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প ১৪,১৫ এবং ১৬ তে একত্রিত হয়ে ক্যাম্প ১৫ সিআইসি অফিস সংলগ্ন খোলা মাঠে এপিবিএন পুলিশের কঠোর নিরাপত্তার শান্তিপূর্ণ এ সভা-সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সকল রোহিঙ্গা নারী/পুরুষের হাতে পোস্টার, প্ল্যাকার্ড,ব্যানার নিয়ে যার যার ক্যাম্প এলাকায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা নেতারা বলেন, মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের বাস্তবতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা। এখন তারা অবিলম্বে মিয়ানমারে নিজেদের বসতভিটায় ফিরতে চান।
জাতিসংঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে বক্তারা বলেন, রেশন কমিয়ে দেওয়া, ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ করা রহস্যজনক। এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থেকে প্রত্যাবাসন ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-