নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে গোলকাঠ পাচারের খবর পেয়ে অভিযান চালিয়েছে বনবিভাগ।
৬ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া রেঞ্জ অফিসার গাজী শফিউল আলমের নেতৃত্বে উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাবিল এলাকার সৈয়দ আকবর মৌলভী মসজিদের পশ্চিম পাশে খলিলুর রহমানের গোনা থেকে গর্জন, জাম, ছাতিয়ান আকাশমনি গাছ কর্তন করে পাচারকালে জব্দ করা হয়। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে গাছ পাচারকারীরা পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে প্রায় সময় এ এলাকা থেকে বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে গাছ পাচার হয়।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ অফিসার গাজী শফিউল আলম বলেন, রাতে গাছ পাচারের খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এসময় পঞ্চাশ ঘনফুট গাছ জব্দ করি। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-