কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ছিদ্দিকীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) স্বেচ্ছাসেবক লীগ-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানা যায়।
খুরুশকুল ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান ছিদ্দিকী কক্সবাজার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। আগামী ১২ জুন অনুষ্ঠেয় কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে প্রচারণার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ-এর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ।
তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মো. শাহজাহান ছিদ্দিকীকে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-