ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ায় বেড়েছে বনের কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য। সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া রেঞ্জের থাইংখালী এলাকায় অভিযান পরিচালনা করে কাঠভর্তি ট্রাক জব্দ করেছে বনবিভাগ।
অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কাঠভর্তি একটি ট্রাক আসছে। আমরা উখিয়া থানার বিপরীতে অবস্থান নিয়ে আত্নগোপন করি। পরে গাড়িটি পৌঁছালে ধাওয়া করে বালুখালির পরে থাইংখালী এলাকায় জব্দ করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে ৩শ ৫০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গাড়ি সহ কাঠ রেঞ্জ কার্যালয় হেফাজতে রয়েছে। কাঠ পাচারে জড়িতদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হবে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা।
কাঠগুলো টেকনাফ নতুন পল্লানপাড়া এলাকার নুরুল বশর ও বদিউল আলম নিয়মিত পাচার করে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো বলে সূত্রে জানা যায়।
অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান সহ বিভিন্ন বিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-