টেকনাফে অফিস •
কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব ইয়াবা ফেলে মাদক কারবারিরা পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে নাজিরপাড়া বিওপি’র আলুগোলার ফিশারি এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফে-২ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ এসব তথ্য নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-