উখিয়ায় বারো লাখ টাকার ইয়াবাসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার হাইওয়ে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১লা জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই(নিঃ) মোঃ সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

এসময় টেকনাফের হোয়াইক্যংয়ের গিলাতলী এলাকার মৃত ইসলামের পুত্র শফিউল্লাহ (৩৫) কে আটক করা হয়।

জানা যায়, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের বালুখালী কাষ্টমস এলাকায় উখিয়ামুখী একটি ব্যাটারী চালিত ইজিবাইকের ড্রাইভিং সিটের ডান পাশে বিশেষ কায়দায় তৈরীকৃত বক্সে অভিনব কায়দার লুকানো অবস্থায় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা।

এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর