চট্টগ্রাম •
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি টানা ব্রিজ এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩১ মে) সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে মো. সেলিম (২৪), কচুবনিয়ার উলা মিয়ার ছেলে আলী হোসেন (৪৫), আবুল কালামের ছেলে মো. বেলাল (২২), হোয়াইকং কম্বানিয়া পাড়ার জাগির আহমদের ছেলে মো. রিয়াজ (১৯) ও হ্নীলার মো. ইদ্রিসের ছেলে জোনায়েদ (২২)।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চৌকি বসানো হয়। অভিযানে ১০ হাজার ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-