সংবাদ বিজ্ঞপ্তি •
গত ২৯ মে ২০২৩ তারিখে টেকনাফস্থ বিটার জেএফ-সিপিআইই প্রকল্পের অধীনে চলমান হেল্ড ডেক্স ও সিএফএস কার্যক্রম পরিদর্শন করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান।
পরিদর্শন কার্যক্রমের শুরুতে ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন সিএফএস আর আগত শিশুরা।
পরে প্রকল্প সমন্বয়কারী হিরা বণিক হেল্ড ডেস্ক ও সিএফএসসহ প্রকল্প কার্যক্রম বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।
পরিদর্শন কালে তিনি সিএফএসে চলমান মনোসামাজিক সেশান ও হেল্ড ডেস্কের মাধ্যমে তথ্য সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় দায়িত্বরত হেল্প ডেস্ক ও সিএফএস ভলান্টিয়ারসহ উপস্থিত শিশুদের সাথেও তিনি কথা বলেন।
উপস্থিত অন্যান্যরা হলেন, প্ল্যান ইন্টারন্যাশানাল বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিটার জেএফ-সিপিআইই প্রকল্পের সিবিসিপি কো-অর্ডিনেটর নাজিয়া সুলতানা, সিবিসিপি অফিসার মো: আবু বককর সিদ্দিক ও অন্যান্যরা।
উল্লেখ্য, সিএফএস মূলত একটি স্থান যা কমিউনিটির শিশুর জন্য একটি নিরাপদ স্থান। এখানে শিশুরা তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগের পাশাপাশি বিভিন্ন মনোসামাজিক সহায়তা সেবা পেয়ে থাকে। বিটা (বাংলাদেশ ইন্সটিটিউট অব থিয়েটার আর্টস) কর্তৃক বাস্তবায়তাধীন জেএফ-সিপিআইই প্রকল্পটিতে আর্থিক সহায়তা করছে দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশানাল বাংলাদেশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-