মেসির নেতৃত্বেই এশিয়া সফর করবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক •

জুনে এশিয়ায় আসবে আর্জেন্টিনা ফুটবল জাতীয় দল। এই সফরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচগুলোর জন্য লিওনেল মেসির নেতৃত্বে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

নিয়মিত খেলোয়াড়দের মধ্যে সুযোগ না পাওয়া বিশ্বকাপ জয়ী দলের সদস্য ফ্রাঙ্কো আরমানি, লিসান্দ্রো মার্টিনেজ আগে থেকেই চোটে ভুগছেন। গোঁড়ালিতে অস্ত্রোপচার করতে হবে বলে ইন্টার মিলান তারকা লাউতারো মার্টিনেজকেও ডাকেননি কোচ স্কালোনি। ইনজুরিতে পড়ে এশিয়া সফরে আসছেন না এএস রোমার পাউলো দিবালাও।

বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে শিরোপা উদ্‌যাপন করতে পানামা এবং কিরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনা। ম্যাচ দুটোর স্কোয়াডে থাকলেও চোটের কারণে মাঠে নামতে পারেননি তরুণ খেলোয়াড় আলেহান্দ্রো গারনাচো। জাতীয় দলের জার্সিতে এবার অপেক্ষা ফুরাতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। অলিম্পিক মার্শেইয়ের ডিফেন্ডার লিওনার্দো বেলার্দি এবং লঁসের ফাকুন্দো মেদিনাও পেয়েছেন ডাক। সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির স্ট্রাইকার জিওভানি সিমিওনেও রয়েছেন দলে।

ফ্রাঙ্কো আরমানির চোটে কপাল খুলেছে ওয়াল্টার বেনিতেসের। পিএসভির এই গোলরক্ষককে এশিয়া সফরের স্কোয়াডে রেখেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি।

আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ অনুমিতভাবে রয়েছেন এশিয়া সফরের স্কোয়াডে। রয়েছেন আয়াক্স আমস্টারডামের গোলরক্ষক জেরেনিমো রুল্লিও।
আগামী ১৫ই জুন এশিয়া সফরের প্রথম ম্যাচে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। আর ১৯শে জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।

এশিয়া সফরে আর্জেন্টিনার দল

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (আয়াক্স), ওয়াল্টার বেনিতেস (পিএসভি)।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (সেভিয়া), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটম্পার), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), মার্কোস আকুনা (সেভিয়া)।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), এঞ্জো ফার্নান্দেজ (চেলসি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (আটলান্তা ইউনাইটেড), জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

ফরোয়ার্ড: লুকাস ওকাম্পোস (সেভিয়া), আনহেল ডি মারিয়া (জুভেন্টাস), লিওনেল মেসি (পিএসজি), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমিওনে (নাপোলি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্তিনা)।

আরও খবর