সীমান্তে মিয়ানমার অংশে ফের গুলির আওয়াজ, আতঙ্কিত তুমরুবাসী

বিশেষ প্রতিবেদক •

সীমান্তে মিয়ানমার অংশে ফের গুলির আওয়াজে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে তুমরুবাসী।

রবিবার ( ২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ৩৪-৩৫ সীমান্ত পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবদুল জাব্বার, ব্যবসায়ী আবদুর রহিম ও নুরুল আমিন বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমরু সীমান্ত পয়েন্টের বিপরীতে মিয়ানমারের সামান‍্য ভিতর থেকে পরপর ৭ রাউন্ড বিস্ফোরণের আওয়াজ শুনেন তারা। যা বাংলাদেশের অভ‍্যন্তরে তুমরু এলাকায় এসে ক্ষণিকের জন‍্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে।

তুমব্রু বাজার ব‍‍্যবসায়ী সরোয়ারের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, প্রায় কয়েক মাস পরে মিয়ানমারের ভিতর থেকে তাদের এলাকায় গুলি বিস্ফোরণের শব্দ এসেছে। তার মতে পরপর ৭ রাউন্ড গুলি আওয়াজ তার কানে আসে।

ধারণা করা হচ্ছে মিয়ানমারের সামান্য অভ‍্যন্তরে সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরকান আর্মির অবস্থান রয়েছে। হয়তো তারা টহলরত অবস্থায় তাদের অবস্থান জানান দেবার জন‍্য এসব ফায়ার করে আতঙ্ক সৃষ্টি করে।

তবে বিষয়টি বাংলাদেশ সীমান্ত রক্ষীদের পক্ষ থেকে কেউ বক্তব্য দিতে রাজি হয় নি।

আরও খবর