মরিচ্যা চেকপোস্টে চোরাকারবারির কাছে মিললো ১৯টি স্বর্ণের বার

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে চোরাচালানের সময় অভিযান চালিয়ে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০বিজিবি)। এ সময় আটক করা হয় এক চোরাকারবারিকে।

২৪মে (বুধবার) রাত সাড়ে ১০টায় এ অভিযান পরিচালনা করা হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ চৌধুরী বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টের বিজিবির চৌকস আভিযানিক দল তল্লাশি শুরু করলে কোটবাজার থেকে রামুগামী একটি সিএনজি সন্দেহভাজন এক চোরাকারবারিকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে। পরবর্তীতে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে তার কোমরে প্যান্টের সেলাইয়ের সাথে বিশেষভাবে লুকায়িত (বডি ফিটিং) অবস্থায় ৩.১৫৫ কেজি ওজনের ১৯ টি স্বর্ণের বার ও ০১ টি
মোবাইল উদ্ধার করা হয়। এসময় পাচারকারী কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

৩০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ চৌধুরী জানান, আটককৃত চোরাকারবারি চট্টগ্রামের বাকলিয়ার চকবাজারের কালামিয়া বাজারের মৃত ইউনুসের পুত্র সেকান্দার আলী (৫০) এবং তার কাছে উদ্ধার স্বর্ণের বার ও মোবাইল এর সিজার মূল্য দুই কোটি ছিষট্টি লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত তিরানব্বই টাকা ।

তিনি আরও জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিয়মিত কর/ভ্যাট ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে স্বর্ণের বার আনে।

এদিকে, আটককৃত আসামিকে রামু থানায় সোর্পদ করে এবং আটককৃত স্বর্ণের বার ট্রেজারি অফিসে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরও খবর