টেকনাফে ফিশিং ট্রলার ডুবে কিশোর নিখোঁজ

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে নৌকা ডুবে এনাম উল্লাহ (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার মৌলভী কাশেমের ছেলে।

বুধবার (২৪ মে) সকাল ১১টার সময় ঝড়োবাতাসে টেকনাফ পশ্চিম বঙ্গোপসাগরের কচ্ছপিয়া উপকূলে নৌকা ডুবির এই ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের পিতা মৌলভী কাশেম বলেন, “বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার নূর মোহাম্মদের মালিকানাধীন ফিশিং ট্রলার আজ বুধবার সকালে স্হানীয় জাফর প্রকাশ কানা জাফরের ছেলে আমান উল্লাহ মাঝি ও অপর ৬ জন কিশোরকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। সেখানে ঝড়ো হাওয়া শুরু হলে কূলে ফেরার সময় নৌকাটি ডুবে যায়। এসময় মাঝি, নৌকার মালিক নূর মোহাম্মদের ছেলে সলিম উল্লাহ (১৬), রোসন আলীর ছেলে আব্দুর রহিম (১২)সহ ৫ জন ফিরে এসেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আমার ছেলে এনাম উল্লাহ (১৪)।”

তিনি বিষয়টি লিখিতভাবে টেকনাফ মডেল থানায় অবহিত করেছেন বলেও জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম নৌকা ডুবে এক কিশোর নিখোঁজ রয়েছে এমন সংবাদ অবগত রয়েছেন বলে নিশ্চিত করেছেন।

আরও খবর