গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
২৪ মে (বুধবার) সকালে টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে- অত্র ইউনিয়নের হাজম পাড়া সোনালীর পুত্র রহমত উল্লাহ (৩৪) ও বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র ধইল্যা (২০)।
সত্যতা নিশ্চিত করেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
তিনি জানান বেলা ১১ টার দিকে বজ্রপাতে তারা দুইজন মারা যায়।
স্থানীয়দের মাধ্যমে আরো জানাযায়, রহমত উল্লাহ নামে এক পানচাষি তার নিজস্ব পানের বরজে কাজ করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। উক্ত বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
অন্যদিকে একই ইউনিয়নের বাইন্যা পাড়ার এলাকার নুরুল ইসলাম প্রকাশ (ধইল্যা) নামে এক যুবক সকাল ১০টার দিকে সাগর পাড়ের দিকে ঘুরতে বের হয়।এ সময় বজ্রপাতের আঘাতে দগ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-