রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮ এপিবিএন পুলিশ।

এসময় ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৯ এর ব্লক-আই/২ এর সাব-মাঝি ইমাম হোসেন এর বসতঘরের সামনে রাস্তার উপর এই অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

৮-এবিপিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরওজানান, ৮-এপিবিএন সহকারী পুলিশ সুপার মোঃ জালাল উদ্দীন ভূঁইয়া এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় ক্যাম্প-৯ ব্লক-আই/২ এর বাসিন্দা আমির মুল্লুকের ছেলে রহমত করিম (১৮) নামে এফডিএমএন সদস্যকে আটক করে।

আটক ব্যক্তির কাছ থেকে দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান, ১টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

আরও খবর