কক্সবাজারের দুই কারবারি ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার লালদীঘি পাড় এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার জেলার সদর থানার ফতের ঘোনা লাইটহাউজ পাড়ার মো. হাসানের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) এবং সদর থানার বাংলাবাজার সিকদার ঘোনা গ্রামের মো. জাফর আলমের ছেলে মো. কায়সার (২৯)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালদীঘি পাড় এলাকা থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

আরও খবর