পটুয়াখালীতে ইয়াবাসহ কক্সবাজারের ২ যুবক আটক

ডেস্ক রিপোর্ট •

পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের একটি বসতঘরে তল্লাশি করে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কিসমত মৌকরণের সাকিন রহমান গাজীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার ঈদগাহ থানার উত্তর লারবাগ এলাকার দিলিলুর রহমানের ছেলে মো. শাহিন (২৮) এবং একই থানার দক্ষিণ সাতুসকাটা ঈদগাহ এলাকার নজির আহমেদের ছেলে রিফাত উল্লাহ (১৯)। এছাড়া পটুয়াখালীর লাউকাঠি ইউনিয়নের কিসমত মৌকরণ এলাকার মজিদ গাজীর ছেলে রহমান গাজী (৩৮) পলাতক রয়েছেন।

বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং অতিরিক্ত দায়িত্ব পটুয়াখালী এর সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে আগত দুজন ইয়াবা চালানকারীকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে রহমান গাজীর বাড়ি থেকে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ও দুজন আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কক্সবাজারের দুজনকে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটক করে। তারা এখন থানায় জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। পটুয়াখালীতে এর সঙ্গে অন্য আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখে তাদের গ্রেপ্তার করা হবে।

আরও খবর