মহেশখালীতে দুই অবৈধ করাতকল উচ্ছেদ

মহেশখালী প্রতিনিধি •


কক্সবাজারের মহেশখালীতে দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে মহেশখালী উপকূলীয় বনবিভাগ।

শনিবার (২০ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কালারমারছড়ার-হোয়ানকে অভিযান চালিয়ে করাতকল দুটি উচ্ছেদ করা হয়।

জানা গেছে, উপজলার কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের ফকিরখালী পাড়া থেকে পৃথক উচ্ছেদ অভিযান চালিয় মোট দুটি অবৈধ করাতকলসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন, সহকারী কমিনার (ভূমি) এফ এম শামীম, মহেশখালী গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী, কালারমারছড়া বিট কর্মকর্তা আবুল কালাম, শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলম মিয়া, কেরুনতলী বিট কর্মকর্তা জুবাইদুল প্রমুখ।

উপজেলা রেঞ্জ কর্মকতা খান মো. জুলফিকার আলী বলেন, সরকারি বন রক্ষার্থে এসব অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে।

আরও খবর