তাওহীদুল ইসলাম রাপী •
কক্সবাজারের উখিয়ায় ২৫৯ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ আজিজুল হক প্রকাশ ভূট্টু (৪৩) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
বুধবার (১৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম পাগলীর বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক আজিজুল হক প্রকাশ ভূট্টু একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত ছালেহ আহম্মদের ছেলে।
আজ বৃহস্পতিবার (১৮ মে) প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) অতি. পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আজিজজুল হকের সেমি পাকা বসতঘরের পশ্চিম পার্শ্বে রুমে বস্তা ভর্তি বিপুল পরিমাণ মাদক মজুদ আছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে ২৫৯ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রয়ের নগদ ৫১ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে উখিয়াসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে জানায়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-