উখিয়ায় বালিভর্তি ডাম্পার জব্দ

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে পাচারকালে বালি ভর্তি ১টি ডাম্পার জব্দ করেছে উখিয়া বনবিভাগ।

১৮মে (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতলী ক্যাম্প-১৫ এলাকায় থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে বনকর্মী,স্টাফ এবং ওই ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন সদস্যদের সহযোগিতায় অবৈধভাবে পাচারাকালে বালুসহ পরিবহনে নিয়োজিত ডাম্পারটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, থাইংখালী বিটের সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে বালি উত্তোলন করে পাচারকালে বালিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে। বালুভর্তি ডাম্পার আটক পূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । জব্দকৃত গাড়িটি পালংখালী এলাকার কামরুল ইসলামের বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, পাহাড় কাটা, অবৈধ করাতকল,ইটভাটা এবং অবৈধ ডাম্পারের বিরুদ্ধে বন বিভাগের জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন , অবৈধ বালু উত্তোলন, সরকারি বন ভূমি জবরদখলমুক্তসহ পাহাড় খেকোদের বিরুদ্ধে বন বিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।ভূমিদস্যু,কাঠ এবং বালু পাচারকারী সিন্ডিকেটদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সরকারি বন ভূমি উদ্ধার, অবৈধ বালু উত্তোলন রোধে বন বিভাগের প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ যোগদানের পর থেকে অপরাধীদের আতংক হয়ে দাঁড়িয়েছেন। তিনি সততা ও নিষ্ঠার পরিচয় দিয়ে পাহাড় ও মাটি খেকোদের কঠোর হস্তে দমন করছেন এবং তারই ধারাবাহিকতায় গত ১৫ দিনে থাইংখালীর বিভিন্ন স্পট থেকে পাহাড়ের মাটি ও বালি ভর্তি ৪টি গাড়ি জব্দ করেন।

আরও খবর