ডেস্ক রিপোর্ট •
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. ফয়েজুল্লাহ ফয়েজ (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।
দণ্ডপ্রাপ্ত ফয়েজুল্লাহ ফয়েজ কক্সবাজারের উখিয়া থানার কতুপালং শরণার্থী শিবিরের নুরুল আলম ওরফে আজিজুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। তিনি বলেন, বিচার চলাকালে জামিনে মুক্ত হয়ে আসামি পলাতক হন। আসামির অনুপস্থিতিতে আদালত রায় দিয়েছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর মহানগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটের সামনে থেকে মো. ফয়েজুল্লাহকে আট হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের ডবলমুরিং সার্কেলের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে ফয়েজুল্লাহর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করেন।
২০১৮ সালের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২০২০ সালের ১ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-