নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (১৬ মে) বিকাল পর্যন্ত ৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের চার ওয়ার্ডে ১৬ জন ও ১২টি সাধারণ ওয়ার্ডে ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন মনোনয়নপত্র জমা দেওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জুন।
শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ঘিরে ছিল মানুষের ভিড়। মেয়র, কাউন্সিলর প্রার্থীরা বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। যদিও কার্যালয়ে কয়েকজন প্রবেশ করে মনোনয়নপত্র জমা দেন।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ, তার স্ত্রী জোসনা হক, স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী, সাবেক মেয়র ও জামায়াত নেতা সরওয়ার কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জাহেদুর রহমান।
চারটি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর হিসেবে ১, ২, ৩ ও ১০, ১১ ১২ নম্বর ওয়ার্ডে দুইজন করে মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর শাহেনা আকতার, ফাতেমা বেগম, বর্তমান কাউন্সিলর নাছিমা আকতার ও কোহিনুর ইসলাম।
অন্যদিকে ৪, ৫, ৬ ও ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে ছয়জন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান কাউন্সিলর ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দিন। এ ছাড়া বর্তমান কাউন্সিলর জাহেদা আক্তার, মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, ছালেহা আক্তার, শাহিনা আক্তার শাহিন মনোনয়নপত্র জমা দেন।
১২টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৩ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৪ নম্বর ওয়ার্ডে নয়জন, ৫ নম্বর ওয়ার্ডে পাঁচজন, ৬ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৭ নম্বর ওয়ার্ডে ছয়জন, ৮ নম্বর ওয়ার্ডে চারজন, ৯ নম্বর ওয়ার্ডে তিনজন, ১০ নম্বর ওয়ার্ডে দুইজন, ১১ নম্বর ওয়ার্ডে সাতজন এবং ১২ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন।
কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান। নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রার্থী ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-