কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় মোখা ঠিক কতদূরে? সহজেই ট্র্যাক করুন স্মার্টফোন ও কম্পিউটারে

ডেস্ক রিপোর্ট •

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা/মোচা’ কক্সবাজার উপকূলেই চোখ রাঙাচ্ছে ।

বুধবার থেকে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নিয়েছে। আর দিন দুয়েকের মধ্যেই বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড় মোকা-র রূপ নেবে বলেই আবহাওয়াবিদদের পূর্বাভাস।

বৃহস্পতিবার সকালে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং বৃহস্পতিবার বিকেলের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ভয়ঙ্কর রূপ নেবে।

ঘূর্ণিঝড় মোকা আগামী ১৪ই মে দুপুরে কক্সবাজার উপকূল এবং মায়ানমারের কিয়াপ্পু-এর মাঝে স্থলভাগে আছড়ে পড়বে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি আছড়ে পড়বে স্থলভাগে।

কক্সবাজার উপকূলে এই ঘূর্ণিঝড়ের দাপট কতটা হবে তা নিশ্চিত তথ্য দেয়নি আবহাওয়া অধিদফতর। বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগর থেকে সাইক্লোন (Cyclone Mocha) উত্তরমুখী হয়ে এগোবে।

তবে এই ঘূর্ণিঝড় কতদূরে, কী ভাবে কোন পথে এগোচ্ছে, জানতে পারেন আপনিও ঘরে বসেই। সাইক্লোনের গতিবিধি দেখে নেওয়া যেতে পারে স্মার্টফোনেই। এই প্রতিবেদনে রইল ঘূর্ণিঝড় ট্র্যাক করার সহজ উপায়।

এর আগে ঘূর্ণিঝড় আমফান, ইয়াস, ফণীর তাণ্ডবে এর আগে তছনছ হয়েছে আমাদের দক্ষিণাঞ্চল জেলাগুলো। কক্সবাজার জেলায় আঘাত না করলেও ১৯৯১ বা ৯৭ সালের মতো ঘূর্ণিঝড়ের নামে আতঙ্কে থাকে জেলাবাসী। প্রতিবারের ঘূর্ণিঝড় তাণ্ডব করে দিয়ে যায়।

আবাহাওয়া অফিসের আশঙ্কা উত্তর ও উত্তর-পূর্ব দিয়ে এগোতে পারে ঘূর্ণিঝড় মোকা। কক্সবাজার উপকূল ও মায়ানমারের দিকেই যাওয়ার সম্ভাবনাও প্রবল।

নিজের স্মার্টফোন থেকে সহজেই ঘূর্ণিঝড়ের অবস্থান দেখবেন যেভাবে, জেনে নিন–

Rainviewer.com নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গেলে সাইক্লোনের রিয়েল টাইম ডেটা পাওয়া যাবে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে কেমন পরিবেশ তৈরি হয়েছে, নিম্নচাপের অবস্থান কোথায়, কীভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তার সবটাই ট্র্যাক করা যাবে এই ওয়েবসাইট থেকে।

ওয়েবসাইটটিতে ব্যারোমেট্রিক প্রেসার চার্ট আছে। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতিও বোঝা যাবে।

আরও খবর