কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি •

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মাছুয়াখালীর একটি পুকুর থেকে রোকসানা আক্তার (৩৭) নামের এক গৃহবধূর পরিত্যক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

১০ মে ভোর ৫ টার দিকে এক পথচারী মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ।

এস, আই নোমানের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।

উদ্ধারকৃত রোকসানা আক্তার প্রকাশ ধলো বিবি ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালির মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহমানের স্ত্রী ।

এলাকাবাসীর দাবী কেউ তাকে হত্যা করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে।

ঈদগাঁও থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, মরদেহটির কোমরের উপরে কোন আঘাত নেই।

তবে উরু বা রানের মধ্যে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনার রহস্য উদঘাটন হবে।

তবে তিনি ধারণা করেছেন যে, হয়তো আম পাড়তে গিয়ে তিনি গাছ থেকে টেংরার উপর পড়ে পুকুর পাড়ে পড়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।

টেংরার খুঁটিতে তার শরীরের মাংসের অংশবিশেষও পাওয়া গেছে।

এদিকে নিহতের মেয়ে মরিয়মের দাবী, আমার মা কে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। সঠিক বিচারের মাধ্যমে খুনীদের ফাঁসি চাই।

আরও খবর