নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী হামলায় খুরশেদ আলম (৩৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত খোরশেদ উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের হাজী কবির আহমদের ছেলে। বর্তমানে সে কোটবাজার অরিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকাল ৫টার সময় জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত খোরশেদের ভাই মনজুর আলম অভিযোগ করে বলেন, এলাকায় দু’টি পক্ষের একটি শালিসি বৈঠককে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়লে আমাদের বাড়ির আঙ্গিনার খুটি, বেড়া ভেঙ্গে মারামারির জন্য সরঞ্জাম সংগ্রহ করলে এতে খোরশেদ বাধা দিলেই তার উপর ক্ষিপ্ত হয়ে উপর্যুপরি শরীরে আঘাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় খোরশেদ অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে কোটবাজার অরিয়ন হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আহত খোরশেদের ভাই মনজুর আলম।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-