চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে চার বনকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৬ মে) রাত ৮টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী রির্জাভপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গোলাম জিলানী মিয়াজী, সূর্য কুমার সিংহ, শাহিদুল মোস্তফা, রহিম উদ্দিন। আহতরা সবাই মালুমঘাট বন বিভাগের গার্ড।
বিষয়টি নিশ্চিত করেন উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার ইসলাম।
তিনি জানান, একদল সশস্ত্র বনদস্যু মালুমঘাট বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে কাঠ ও ঘর নির্মাণ করছে- এমন সংবাদ পেয়ে মালুমঘাট বন বিটের একদল বনকর্মী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় সশস্ত্র বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে বনকর্মীদের এলোপাতাড়ি কোপায়। বনকর্মীরাও পাল্টা গুলি চালায়। বনদস্যুদের গুলিতে চারজন বনকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এ ব্যাপারে বন বিভাগ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-