উখিয়ায় মারজানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা: বাবা-ছেলে আটক

ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য লুলু আল মারজান হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৪ মে সন্ধ্যায় ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকায় বাড়িতে ঢুকে নৃশংসভাবে হত্যা করে নিহতের চাচাতো ভাই ইউসুফ। তবে মারজানের বাবা কে ২০/২৫ বছর আগে হত্যা করেছিলো ইউসুফের বাবা জাহাঙ্গীর। ফলে বাবা আর মেয়ের দুই যুগের ব্যবধানে একই পরিবারের সদস্যদের হাতে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার ঘটনার দিন রাতে ইউসুফের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। তবে আগুনে বড় ক্ষয়ক্ষতি হয়নি। নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিলো।

হত্যার ঘটনার পরে শনিবার( ৬ মে) রাত পৌনে ৯টায় ৪জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন নিহতের মেয়ে তাহমিনা মমতাজ রিয়া। এজাহারে অজ্ঞাত আসামিও দেখানো হয়েছে।

 

উখিয়া থানা পূলিশ জানায়, লুলু আল মারজান হত্যার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঐ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনার পর থেকেই পুলিশ তৎপর ছিলো এবং গোয়েন্দা তৎপর বৃদ্ধি করে। ৭ মে দিবাগত রাতে চট্টগ্রামের লোহাগাড়া থেকে এজাহারনামীয় দুজন আসামি আটক করে পুলিশ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানায়, পালংখালীতে বাড়িতে ঢুকে নৃশংসভাবে লুলু আল মারজান হত্যার ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। শনিবার খবর আসে হত্যার ঘটনার সাথে জড়িত জাহাঙ্গীর ও সেলিম চট্টগ্রামের লোহাগাড়াতে আত্নগোপন করে আছে। টানা সাত ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। ইউসুফ সহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরও খবর