টেকনাফের গহীন অরণ্যে থেকে অপহৃত ২ কৃষক উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে মুক্তিপণ বানিজ্যে জড়িত সন্ত্রাসী চক্রের হাতে অপহৃত দুই কৃষককে জাহাজপুরা এলাকার গহীন পাহাড় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

১লা মে (সোমবার) সন্ধ্যার দিকে টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া জাহাজপুরা গহীন পাহাড়ে পুলিশ সদস্য সাঁড়াশী অভিযান পরিচালনা করে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হচ্ছে-বাহাছড়া ইউপির জাহাজপুরা এলাকার বাসিন্দা মো.রহিম (৩২), মো.রেদোয়ান।

৩০ এপ্রিে (রবিবার) সকালে জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায় পাহাড়ি ডাকাতরা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, রোববার ওই দুইজন পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন। এরপর পুলিশ অভিযান শুরু করে।

১লা মে (সোমবার) সন্ধ্যার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। তাদের শারীরিক অবস্থা খুব ভালো নেই। উদ্ধার হওয়া দুইজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে জানালেন ওসি। সন্ত্রাসীদের ধরতে পুলিশের চলমান অভিযানকে আরও জোরদার করা হবে।

সূত্রে জানাযায়, গত ৬ মাসে রোহিঙ্গা ক্যাম্পসহ টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অপহরনকারীরা ৭২ জনকে করেছে। এর মধ্যে ৪০ জন রোহিঙ্গা নাগরিক ও ৩২ জন স্থানীয় নাগরিক।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল নয়াপাড়া ক্যাম্পের তিন শিশু অপহরণের শিকার হয়। পরে মুক্তিপণ দিয়ে ফিরে আসে তারা। এছাড়া গত ৩ মার্চ দুই শিশুকে অপহরণের ৮ ঘণ্টা পর ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। এর আগে গত ৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা ইউনিয়ন লেচুয়াপ্রাং এলাকার ফসলি জমি পাহারা দেওয়ার সময় ৪ কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তারা ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছিল।

গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতরে অবস্থিত খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হয়েছিল ৮ ব্যক্তি। পরে তারাও সন্ত্রাসীদেরকে ৬ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে নিজ পরিবারের কাছে ফেরত এসেছিল।

আরও খবর