উখিয়ায় আকর্ষণীয় বেতনে হাফেজ নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি •

কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জনাব আলি পাড়া হযরত ওসমান (র:) তাহফিজুল কোরআন মাদ্রাসায় একজন অভিজ্ঞ হাফেজ নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী হাফেজগণকে আগামী ০৫/০৫/২০২৩ইং তারিখ রোজ: শুক্রবার, জুমার নামাজের পরে মাদ্রাসার অফিস কক্ষে জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকার প্রদানের নিমিত্তে উপস্থিত থাকার জন্য অনুরোধ রইল এবং সাক্ষাৎকার এর পরেই বাছাইকৃত হাফেজকে চাকুরির যোগদান পত্র দেওয়া হবে।

বি:দ্র: বাছাইকৃত হাফেজকে উপযুক্ত বেতন/হাদিয়া প্রদান করা হইবে।

যোগাযোগ:
01892-575925
01842-402158

আরও খবর