নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মহিউদ্দিন।
গতকাল শনিবার (২৯ এপ্রিল) পরিদর্শনকালে হাসপাতলে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে আন্তরিকতার সহিত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মহি উদ্দিন হাসপাতালে বহিঃ বিভাগ ও আন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবাসহ সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন, আবাসিক মেডিকেল অফিসার (ভারঃ), ডা. মোহাম্মদ সাজেদুল ইমরান শাওন, সহ হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-