প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ারের পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম জাগির হোসাইন সওদাগরের ২৬ তম মৃত্যুবার্ষিকী আজ ।
১৯৯৭ সালের ২৯ এপ্রিল ভোর রাতে কোটবাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি মৃত্যুবরণ করেন। দিনটি উপলক্ষে মরহুমের বাড়িতে তাঁর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম জাগির হোসাইন সওদাগর উখিয়ার রত্নাপালং এর রুমখাঁ বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত্যুর আগপর্যন্ত দীর্ঘদিন রুমখাঁ বাজার ও কোটবাজার স্টেশনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সু-নামের সাথে পরিচালনা করে গেছেন।
মরহুম জাগির হোসাইনের তিন ছেলে সাঈদ মুহাম্মদ আনোয়ার, মেঝ ছেলে মো: হোসাইন, ছোট ছেলে শহিদুল ইসলাম রুবেল পিতার রুহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-