কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নিখোঁজ হন পর্যটক হিমেল আহমেদ। ২৪ বছর বয়সি ওই তরুণের মরদেহ ভেসে এসেছে ৪৯ ঘণ্টা পর।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর মোহনায় মরদেহ ভেসে এলে এটি উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, পর্যটকের মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হিমেল আহমেদ গাজীপুরের কালিয়াঘুর এলাকার মো. আক্কাসের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, হিমেল আহমেদসহ তিন বন্ধু কক্সবাজার আসেন ২২ এপ্রিল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় হিমেল তার অপর বন্ধু আরমান ও ইমরানকে সঙ্গে নিয়ে সৈকতে গোসল করতে নামে। গোসলে ভেসে যাওয়ার সময় ইমরানকে উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা। কিন্তু হিমেল গভীরে ভেসে নিখোঁজ ছিলেন।
একই দিন দুপুর দেড়টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে শাহাজাহান নামে এক পর্যটকের মৃত্যুও হয়েছে। নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-