ইমরান আল মাহমুদ:
বিক্রির আগে স্বর্ণের চালান জব্দ করলো বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি)।
সোমবার(২৪ এপ্রিল) সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত তুমব্রু বিওপি’র সদস্যরা পশ্চিমকুল এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণের চালানটি জব্দ করতে সক্ষম হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী কক্সবাজার জার্নাল কে বলেন,” সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণের চালান আসার খবরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পশ্চিমকুল এলাকা থেকে ২শ ২৮ ভরি ওজনের ১৬ টি স্বর্ণের বার জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।”
তিনি আরও জানান, বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী ভ্যাট/ট্যাক্স ফাঁকি দিয়ে কোনো পণ্য,চোরাচালান রোধে সীমান্তে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-