উখিয়ায় নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে মোহাম্মদ কাশেম মিয়া (৪৮) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পালংখালী ইউনিয়নের বালুখালী জুমের ছড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।

গতকাল শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাত ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক প্রবাসীর পরিতক্ত বাড়ীতে লাশ পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ কাশেম মিয়া আসরের নামাজ পড়ে বালুখালী বাজারে যাবে বলে বাড়ি থেকে বের হয়৷ সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা খুঁজাখুঁজির এক পর্যায়ে রাতে খবর আসে জালিয়াপালং ইউনিয়ন পরিষদের পাশে নিখোঁজ ব্যক্তির লাশ পড়ে আছে৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন উদ্ধার হওয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে নিহতের ঘটনা উদঘাটনসহ জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।

আরও খবর