প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া ৃৃ মাহফিল ২৭শে রমজান বুধবার চকরিয়া শহরের জনতা শপিং সেন্টারের অভিজাত রেস্তোরাঁ সাম্পান রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কক্সবাজার ১ আসনের সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা এএইচ সালাহ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাহাব উদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তৌফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া ইউনিক হানপাতালের ম্যানেজিং ডিরেক্টর আখতার আহমদ, চকরিয়া ট্রাফিক ইন্সপেক্টর নাছির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সাহারবিল ইউপির সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, মেডিকেল সেন্টার ব্যবস্থাপনা পরিচালক হেদায়ত উল্লাহ, আওয়ামীলীগ নেতা শফিউল আলম বাহার প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক ও সাবেক সভাপতি আবদুল মজিদ। এছাড়াও ইফতার মাহফিলে চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-