মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) দিয়ে ভোট গ্রহণ করা হবে।
গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজার পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সাধারণ কাউন্সিলর পদের নির্বাচন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা জানানো হয়।
একই প্রজ্ঞাপনে কক্সবাজার পৌরসভার নির্বাচনের বিস্তারিত তফশিলও ঘোষণা করা হয়। ঘোষিত তফশিল অনুযায়ী কক্সবাজার পৌরসভা নির্বাচনে আগামী ১৬ মে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল, ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই, ২৫ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন এবং ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-