গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফ থানা পুলিশের চৌকস সদস্যরা বহু মামলার পলাতক আসামী শীর্ষ ডাকাত গিয়াসকে গ্রেফতার করেছে।
এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী দুটি অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। সে হ্নীলা ইউপি রঙ্গীখালী ৭নং ওয়ার্ড এলাকার গুরা মিয়ার পুত্র।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল হালিম জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী ১৮ এপ্রিল ভোর রাত সাড়ে ৪ টার দিকে পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক ও এসআই ফারুক নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল হ্নীলা পশ্চিম রঙ্গিখালী শীলেজিরি নামক গহীন পাহাড়ী এলাকায় সাঁড়াশী অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত গিয়াস উদ্দিন(৩৯) আটক করতে সক্ষম হয়।
এসময় দেশীয় তৈরী ১টি এক নলা বন্দুক,১টি ওয়ান শুর্টারগান, ২ রাউন্ড কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ধৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা ও অন্যান্য মামলাসহ সর্বমোট ৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উক্ত ডাকাতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।###
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-