ইমরান আল মাহমুদ:
কক্সবাজার সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে কলেজ প্রশাসন। এরপর পবিত্র ধর্মগ্রন্থসমূহের পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন,”লাহোর প্রস্তাবে সুস্পষ্ট লেখা ছিলো ভারববর্ষের দক্ষিণ পূর্বাঞ্চলে স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। কিন্তু পাকিস্তানিরা পূর্বাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ বাঙালির উপর নিপীড়ন শুরু করে। ব্রিটিশদের মতো শাসনের নাম দিয়ে শোষণ চালায়। এরপর বাঙালির স্বাধীনতা রক্ষার নেতৃত্বে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের তথা বর্তমান বাংলাদেশের সর্বসাধারণের মাঝে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দিয়ে উজ্জীবিত করেন। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীন বাংলাদেশে তাদের অবদান অনস্বীকার্য। মুজিবনগর সরকার ছিলো বলে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের নেতৃত্ব তৈরি হয়েছিলো। তৎকালীন ১৭ এপ্রিল মুজিবনগরে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাঁকে রাষ্ট্রপতি করে এ সরকার গঠন হয়েছিলো। আমাদের সবাইকে মুজিবনগর দিবস সম্পর্কে আরও অধ্যয়ন করতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাসেম।
আরও বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হাসানুল ফরহাদ।
আলোচনা সভা সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক নুরুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য বাংলা বিভাগের প্রভাষক,মামুন উদ্দিন জুয়েল।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী গ্রন্থাগার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক রাধু বড়ুয়া চৌধুরী ও গীতা পাঠ করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-