কক্সবাজার ও বান্দরবানে র‍্যাবের অভিযান: সাড়ে ৩ লাখ ইয়াবাসহ আটক ৫

ইমরান আল মাহমুদ:, কক্সবাজার জার্নাল •


কক্সবাজার ও বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩লাখ ৫০হাজার পিস ইয়াবা,নগদ ২লাখ ৮৩ হাজার ৬শ টাকা সহ মাদক কারবারে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো মো. আবু হানিফ(৩৬),আক্তার কামাল(৪৫), নুর মোহাম্মদ(৪২),গোলাপ জান(৫৫) ও নাছিমা আক্তার(২১)।

শনিবার(১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৫ সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক সাইফুল ইসলাম সুমন।

তিনি জানান,” ১৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে টেকনাফ থেকে গাড়িযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে মাদক পাচার করা হচ্ছে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সাতকানিয়া এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। কিছুক্ষণ পর কালো রংয়ের মিৎসুবিসি ডাবল কেবিন পিকআপ চেকপোস্টের সামনে আসলে বর্ণিত গাড়ীটিকে তল্লাশী করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩লাখ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২২হাজার টাকা উদ্ধার করা হয় এবং গাড়ির চালক আবু হানিফ (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

একইদিন বিকাল ৫টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম আজোখাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এবং ১৫ এপ্রিল মধ্যরাত সাড়ে ৩টায় কক্সবাজার সদরের খরুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ দুই লক্ষ একষট্টি হাজার ছয়শত টাকাসহ আরও দুইজন মহিলা মাদক ব্যবসায়ী (মা ও মেয়ে)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর