বার্তা পরিবেশক:
হাসি মুখ ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৩ এপ্রিল( বৃহস্পতিবার) ২১ তম রমজানে উখিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহেদুল আলম। দোয়া মাহফিল পরিচালনা করেন সোনার পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মৌলানা মো: ইসমাইল।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সংগঠনের প্রতিষ্ঠাতা, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দরা।
আলোচনায় বক্তারা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি উপস্থিত সবার প্রতি মানুষের কল্যাণে কাজ করার অনুরোধ করেছেন। দোয়া মাহফিলের মোনাজাতে দেশবাসী’র কল্যাণের জন্য দোয়া কামনা করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-