আড়ম্বরপূর্ণ পরিবেশে কক্সবাজার সরকারি কলেজে বাংলা নববর্ষ উদযাপিত

ইমরান আল মাহমুদ:
কক্সবাজার সরকারি কলেজে বাংলা নববর্ষ ১৪৩০ পবিত্র রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
শুক্রবার(১৪ এপ্রিল) ১ লা বৈশাখ সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। এর পরপর “এসো হে বৈশাখ” গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। সকাল ১০টায় কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা করা হয়। সকাল সাড়ে ১০ টায় কলেজের মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন অতীতের সকল দুঃখ, জরা, গ্লানি দূরীভূত হয়ে সকলের জীবনে ১৪৩০ বঙ্গাব্দ যেন অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এ প্রত্যাশা করেন।

এসময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম, বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন কমিটির আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর