গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
মাদক পাচার প্রতিরোধে ধারাবাহিক ভাবে সক্রিয় ভুমিকা পালন করে যাচ্ছে সীমান্ত প্রহরী টেকনাফ ২ বিজিবির চৌকস সদস্যরা।
তারই সূত্র ধরে বিজিবি সৈনিকরা পৃথক ভাবে তিনটি অভিযান পরিচালনা করে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করেছে।
এর মধ্যে ২ লক্ষ ইয়াবা ও ৩৬০ ক্যান বিয়ার জব্দ করার সময় জড়িত কোন মাদক কারবারীকে আটক করতে পারেনি।
তবে অপর অভিযানে ১০ হাজার ইয়াবাসহ শুক্কুর নামে এক রোহিঙ্গা পাচারকারীকে ধৃত করতে সক্ষম হয় বিজিবি।
সে হ্নীলা ইউপি জাদীমোড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মো: হোসেনের পুত্র।
১৩ এপ্রিল (বৃহস্পতিবার) প্রেস বার্তার মাধ্যমে এই অভিযান গুলোর সত্যতা নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
তিনি জানান, ১৩ এপ্রিল গভীর রাতে মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ নাফনদী সংলগ্ন তিনটি পয়েন্ট থেকে বিজিবি সৈনিকরা ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ৩৬০ ক্যান আন্দমান বিয়ার জব্দ ও এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ২ লাখ ইয়াবা ও ৩৬০ ক্যান বিয়ার চালানের সাথে জড়িত কোন মাদক পাচারকারীকে আটক করতে পারেনি।
উক্ত অভিযান গুলো পরিচালনা করার সময় বিজিবি অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা সু-কৌশলে পালিয়ে যায়।
তবে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে ধৃত করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-