গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা মাদক কারবারে জড়িত দেবর-ভাবীকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা, জালনোট ও ইয়াবা বিক্রির নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
ধৃতরা হচ্ছে, টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার ইমাম হোসেনের পুত্র নাছির উদ্দীন পিন্টু (২৯) জয়নাল আবেদীনের স্ত্রী কানিজ ফাতেমা (৩১)। সম্পর্কে তারা দুজন দেবর-ভাবী।
র্যাব জানায়, অভিযান চলাকালীন সময়ে তাদের হেফাজতে মজুদ থাকা ৯৫ হাজার ৬ শত ৭০ পিস ইয়াবা, ৮৬ হাজার জাল টাকা ও মাদক বিক্রয়ের মাধ্যমে আয়কৃত ৩ লক্ষ ৮৪ হাজার টাকা জব্দ করে।
১১ এপ্রিল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১৫’র একটি চৌকষ দল টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ড খানকার ডেইল এলাকায় একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে আটককৃতদের তিন সহযোগী জয়নাল আবেদীন (৩৭), আব্দুল আজিজ (৩১) ও মোহাম্মদ আয়াছ (২৫) পালিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল’ এণ্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী আরো জানান, মিয়ানমার হতে ইয়াবার চালান দেশে আনার অন্যতম প্রধান কুশীলব রোহিঙ্গা তরুণী ফাতেমা ও তার স্বামী জয়নাল। ইয়াবা কারবারের পাশাপাশি চলতো তাদের জাল টাকার রমরমা ব্যবসা। দীর্ঘদিন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলেও সুকৌশলী ফাতেমা বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
গতকাল ফাতেমা, পিন্টুসহ পলাতক ব্যক্তিরা ঘটনাস্থলে ইয়াবা পাইকারি কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হলে র্যাব সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। এ সময় অন্য তিনজন র্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে দৌড়ে পালিয়ে যান।
আটক পলাতক মাদক কারবারীদের বিরুদ্বে পরবর্তী আইনি কার্যক্রম শেষ জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-