রামুতে পিকআপ চাপায় প্রাণ হারালো যুবক

রামু প্রতিনিধি •

রামুতে সড়ক দুর্ঘটনায় মোঃ হাসান (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় ফয়সাল নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রশিদ ইউনিয়নের পানের ছড়া জেটির রাস্তার মাথা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক রশিদ নগর ইউনিয়নের পানের ছড়া মুড়া পাড়ার তৈয়ম গোলালের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফ থেকে ছেড়ে আসা মাছ বোঝাই পিকআপ পানের ছড়া জেটির রাস্তা মাথা নামক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। পরে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকো মৃত ঘোষণা করেন।

আহত ফয়সাল কে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু হাইওয়ে পুলিশের ওসি মেজবাহ উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।

আরও খবর