বাঁশখালীতে ৫ হাজার ইয়াবাসহ ৫ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম •

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার ক‌রে‌ছে।

সোমবার (১০ এ‌প্রিল) দুপু‌রে বাঁশখালী থানার সামনে কালি মন্দিরের পাশে মেসার্স শ্যামা স্টোরের সামনে পাকা রাস্তার উপর এসআই হাফিজুর রহমানের নেতৃ‌ত্বে একদল পু‌লিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গেফতার করে।

গ্রেফতাররা হলো কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউ‌পির লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকার মো. তৈয়বের পুত্র মো. রহিম (২৪), মো. খলিলুর রহমানের পুত্র মো. আব্দুল্লাহ(২৩), মৃত আবু তৈয়বের পুত্র মো. সাইফুল (২৩), আবুল হোসেনের পুত্র আকতার ফারুক (২২) এবং মো. জালালের পুত্র মো. বেলাল (২১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ধারা-৩৬(১) সারণির ১০(গ) মূলে তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করা হয়।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মো. কামাল উদ্দিন ব‌লেন, “অপরাধ নির্মূলে পু‌লিশ প্রতি‌দিন অ‌ভিযান প‌রিচালনা ক‌রে আস‌ছে। এ অ‌ভিযান চা‌লি‌য়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ আসা‌মি‌কে গ্রেফতার পূর্বক আদাল‌তে সোর্পদ করা হয়।”

আরও খবর