কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার সদর ও পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং জীবন বিপন্নকারী দ্রব্যসামগ্রী দিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে পণ্য তৈরি করায় তিন অসাধু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার(১০ এপ্রিল) দুপুর ১২ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।এই সময় স্যানিটারি ইন্সপেক্টর এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন মডেল থানার একদল পুলিশ।
অভিযানে বাংলা বাজার এলাকার কোহিনূর আইসক্রিম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা,কক্সবাজার পৌরসভার বরুয়া পাড়ার সাথী আইসক্রিম ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা, বাহারছড়া এলাকার বালাচাও শুটকির দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সদর উপজেলা কাচা বাজারে পুরানো বাটখারা ব্যবহার করায় মাংস ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয় এবং বাটখারা ও পাল্লা জব্দ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-