টেকনাফে তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৩০ হাজার অর্থদণ্ড

টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ পৌর শহরের দোকানিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ কামরুজ্জামান।

অভিযানে সহযোগিতা করেন মডেল থানার একদল পুলিশ।

ইউএনও বলেন, রমজানে বাজার মনিটরিংয়ের নিয়মিত অংশ হিসেবে রবিবার পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি দোকানিকে অর্থদণ্ড করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই দোকানিকে ২ মামলায় ১০ হাজার টাকা।

আরেক দোকানিকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় ২০ হাজার টাকাসহ তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৩০ হাজার অর্থদণ্ড করা হয়েছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও মোঃ কামরুজ্জামান।

আরও খবর