বার্তা পরিবেশক •
কক্সবাজারের উখিয়ায় পশ্চিম হলদিয়া সংঘরাজ অভয়তিষ্য জ্ঞানসেন বৌদ্ধ বিহারের ভিত্তিক স্থাপন করা হয়েছে।
৯ এপ্রিল (রোববার) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ায় উপসংঘরাজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, অধ্যক্ষ মৈতলা সদ্ধধর্ম জ্যৈাতি বিহার, পটিয়া, চট্টগ্রাম এর মাননীয় শাসনপ্রিয় মহাস্থবির উপস্থিত থেকে এর ভিত্তিক স্থাপন করেন। এই বিহারের প্রতিষ্ঠাতা হলেন, উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ও রুমখাঁ মহাজন পাড়া মৈত্রি বিহারের অধ্যক্ষ ভদন্ত এস, ধর্মপাল মহাথের।
ভিত্তিক স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শাসনপ্রিয় মহাস্থবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সর্বক্ষেত্রে চোখে পড়ার মতো উন্নয়ন করছেন। নিজেদের অর্থে পদ্মা সেতু হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন বিহার উন্নয়ন সাধন করেছেন এবং বৌদ্ধ জাতির কল্যাণে কাজ করছেন।
উল্লেখ্য, পশ্চিম হলদিয়া সংঘরাজ অভয়তিষ্য জ্ঞানসেন বৌদ্ধ বিহারের জমি দাতা হলেন বাবু পরিমল বড়ুয়া (মিস্ত্রি)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-