তুমব্রু সীমান্তে মালিকবিহীন ১০হাজার ইয়াবা উদ্ধার!

ইমরান আল মাহমুদ:
বাংলাদেশ মায়ানমার সীমান্তের তুমব্রু বিওপি’র কচুবনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) সদস্যরা।

সোমবার(১০ এপ্রিল) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৩৪বিজিবি অধিনায়ক লে. কর্ণের মো. সাইফুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি গণমাধ্যম কে জানান,” সোমবার ভোররাতে সীমান্তের তুমব্রু বিওপি’র কচুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদককারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।”

৩৪ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও খবর