ইমরান আল মাহমুদ:
“আমার আন্দোলন থাকবে সামনের দিন আগামী নির্বাচনে আমরা যেনো ঐক্যবদ্ধ হয়ে জামায়াত বিএনপির নৈরাজ্য মোকাবেলা করে শেখ হাসিনা কে উখিয়া-টেকনাফ উপহার দিতে পারি।” উখিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক তারেক হোসেন মানিক গতকাল আনন্দ শোভাযাত্রা পরবর্তী গণমাধ্যম কে একথা জানান। তিনি আরও বলেন,” আমরা উখিয়া উপজেলায় সবাই মিলে স্মার্ট ছাত্রলীগ উপহার দিবো।”
এর আগে নবগঠিত কমিটির ২৬জনের মধ্যে ১৪ জন যুগ্ন আহবায়ক ও ৩জন সদস্য সাথে নিয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা মরিচ্যা স্টেশন, কোর্টবাজার স্টেশন ও উখিয়া সদর স্টেশন প্রদক্ষিণ করে একরাম মার্কেট পথসভায় মিলিত হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-